উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: নিম্নমুখী রাজ্য়ের দৈনিক করোনা (CORONA) সংক্রমণের গ্রাফ। নেমেছে সংক্রমণের হারও। শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী পজিটিভিটি রেট ৫.৬৫ শতাংশ। তবে, গতকালের তুলনায় শেষ ২৪ ঘণ্টায় খানিকটা ঊর্ধ্বমুকী হয়েছে মৃত্যু। রাজ্য়ে একদিনে মৃত্যু হয়েছে ৩৫ জনের। মৃতদের মধ্যে ১০ জনই উত্তর ২৪ পরগনার।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬২ হাজার ১২৫। সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫১২ জন। এরমধ্যে কলকাতায় সংক্রমিত ৪৫৯ জন। দৈনিক সংক্রমণের নিরিখে এই জেলা রাজ্য়ের শীর্ষে রয়েছে। একদিনে এই জেলায় মৃত্য়ু হয়েছে ৩ জনের। যা গতকালের তুলনায় অনেকটাই কম।