উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: নমুনা পরীক্ষা বাড়তেই রাজ্য়ে ফের একবার ঊর্ধ্বমুখী হল দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ। বেড়েছে মৃতের সংখ্যাও। যদিও উদ্বেগের মাঝেও খানিকটা স্বস্তি বাড়িয়ে মঙ্গলবার খানিকটা নিম্নমুখী পজিটিভিটি রেট। এই মুহূর্তে রাজ্য়ে পজিটিভিটি রেট ১৯.৩৮ শতাংশ। গতকাল পজিটিভিটি রেট ২৪.৪৩ শতাংশ।
এদিন রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৩০ জন। করোনামুক্ত হয়েছেন ১৩ হাজার ৩০৮ জন। অন্য়দিকে, খানিকটা উদ্বেগ বাড়িয়ে একদিনে ৩৪ জনের মৃত্যু হয়েছে রাজ্য়ে। মৃতদের মধ্য়ে ১০ জনই কলকাতার বাসিন্দা ছিলেন। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০৫ জন। জেলাভিত্তিক দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতা শীর্ষে রয়েছে। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। একদিনে সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬১ জন, মৃত্য়ু হয়েছে ৭ জনের।