উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: ২৪ ঘণ্টার ব্যবধানে একদিনে অনেকটাই কমল রাজ্য়ের দৈনিক করোনা(CORONA) সংক্রমণ। খানিকটা কমেছে দৈনিক মৃত্য়ুর সংখ্যাও। স্বাভাবিকভাবেই স্বস্তি বাড়ছে চিকিৎসক মহলে। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্য়ে লালার নমুনা পরীক্ষা হয়েছে ৭২ হাজার ৭৩৮ জনের। এর মধ্য়ে সংক্রামিত হয়েছেন ৯ হাজার ১৫৪ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ১১২ জন। এদিন রাজ্য়ে সুস্থতার হার ৯২.০৪ শতাংশ। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি।
গোটা রাজ্য়ের পাশাপাশি তিলোত্তমা কলকাতাতেও কমেছে দৈনিক করোনা সংক্রমণ। কলকাতায় একদিনে করোনা সংক্রামিত হয়েছেন ১ হাজার ৩৭৫ জনের। জেলাভিত্তিক দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও শীর্ষে রয়েছে কলকাতাই। তবে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ায় বাড়ছে স্বস্তি। অন্য়দিকে, জেলাভিত্তিক দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৭ জন।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় মৃত্য়ু হয়েছে ৩৫ জনের। মৃতদের মধ্যে ১১ জনই হাওড়ার বাসিন্দা। সেখানে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন।