নিউজ ব্যুরো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। তার মাঝেই এবার ভলোদিমির জেলেনস্কির দেশে নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনা সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তরফে জানানো হয়েছে, ইউক্রেনে করোনা সংক্রমণ ক্রমেই বাড়ছে। রিপোর্ট বলছে, ৩ থেকে ৯ মার্চের মধ্যে ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলিতে সংক্রামিতের সংখ্যা বেড়েছে অনেকটাই। এই ক’দিনে ইউক্রেন সহ প্রতিবেশী দেশগুলিতে ৭ লক্ষ ৯১ হাজার ২১ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ১২ জনের। এছাড়া ইউক্রেনে টিকাকরণের হার ৩৪ শতাংশ। যা অন্য দেশগুলির তুলনায় অনেকটাই কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র স্বাস্থ্য সংক্রান্ত জরুরি বিভাগের এগজিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান বলেছেন, ‘যুদ্ধের কারণে ইউক্রেনে কোভিড টিকাকরণ থমকে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে কোভিড টেস্টও। আর এটাই সবচেয়ে উদ্বেগের।’ রাশিয়ার সেনাবাহিনীর কাছে ইউক্রেনের স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলির কোনও ক্ষতি না করার আর্জি জানিয়েছে হু।
আরও পড়ুন: পুতিনের উদ্দেশ্যে কি বললেন ইলন মাস্ক?
দশে দশ | 11.08.2022
উত্তরবঙ্গ-রাজ্য-দেশ। বাছাই করা দশ খবর, এক ঝলকে
Read more