কলকাতা: করোনার থাবায় টলিপাড়ায় আক্রান্ত হয়েছেন বহু অভিনেতা ও অভিনেত্রী। এবার করোনায় আক্রান্ত হয়েছেন টলিউডের বর্তমান চর্চিত জুটি অদৃজা রায় ও ক্রশল আহুজা। পাশাপাশি করোনা সংক্রমণ ছড়িয়েছে অদৃজার গোটা পরিবারে।
অভিনেত্রীর তরফে জানা গিয়েছে, পজিটিভ রিপোর্ট আসার পরই জ্বর, সর্দি-কাশি, সারা শরীরে ব্যথায় কাবু হয়ে পড়েছিলেন তিনি। তবে এখন আগের থেকে অনেকটাই ভাল আছেন। বর্তমানে বন্ধ আছে অভিনেত্রীর সাম্প্রতিক ধারাবাহিক ‘মৌয়ের বাড়ি’র শুটিং। পাশাপাশি কাজ থেকে বিরতি নিয়েছেন অভিনেতা ক্রশল আহুজা।
আরও পড়ুন : করোনায় আক্রান্ত ‘রান্নাঘর’ কর্ত্রী সুদীপা