নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী পুত্র রাম চরণ। মঙ্গলবার সকালে নিজেই টুইট করে ভক্তদের জানান তিনি। তাঁদের আশ্বস্ত করে জানান, তিনি উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়ে আপাতত নিজের বাড়িতেই রয়েছেন।
Request all that have been around me in the past couple of days to get tested.
More updates on my recovery soon. pic.twitter.com/lkZ86Z8lTF— Ram Charan (@AlwaysRamCharan) December 29, 2020
কিছুদিন আগে অভিনেতা রাম চরণের বাবা চিরঞ্জীবী করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই কথাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান। সম্প্রতি বাবা চিরঞ্জীবী আসন্ন ‘আচার্য’ ছবির সেটে আচমকাই হাজির হন তিনি। এরপর বড়দিন সহ নানান অনুষ্ঠানে তাঁর ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। এদিন সকালে অভিনেতা আরও জানান তাঁর সংস্পর্শে যারা এসেছিল তাঁদের সাবধানে থাকতে ও টেস্ট করিয়ে নিতে। পাশাপাশি তাঁর শারিরীক অবস্থা কেমন থাকবে পরবর্তীতে তাও বিস্তারিত জানাবেন তিনি।