উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে দৈনিক করোনা (Corona) সংক্রমণ। বুধবারের তুলনায় বৃহস্পতিবার সামান্য কমল সংক্রামিতের সংখ্যা। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৭ জনের সংক্রমণ ধরা পড়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮১৮ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১১ হাজার ৫৮টি। দৈনিক পজিটিভিটি রেট ০.২৩ শতাংশ।
COVID-19 | India reports 1,007 fresh cases and 818 recoveries, in the last 24 hours. Active cases 11,058
Daily positivity rate (0.23%) pic.twitter.com/RFeTqIch8x
— ANI (@ANI) April 14, 2022
এদিকে, দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও কমছে করোনার দাপট। সংক্রমণ কমায় রাজ্যে শিথিল হয়েছে বিধিনিষেধ। তবে মাস্ক পরা, দূরত্ববিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিসকরা।