নয়াদিল্লি: শুক্রবারের তুলনায় দেশে বেড়েছে দৈনিক করোনা (CORONA) সংক্রমণ। বেড়েছে মৃত্যুও। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৩২৩ জন। সুস্থ হয়েছেন ২,৩৪৬ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের। অ্যাকটিভ কেসের সংখ্যা ৪৮।
COVID19 | 2,323 new cases recorded in India in the last 24 hours; Active caseload at 14,996 pic.twitter.com/Mx7ACCKi3F
— ANI (@ANI) May 21, 2022
দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪,৩১,৩৪,১৪৫। মৃত্যু হয়েছে ৫,২৪,৩৪৮। সুস্থ হয়েছেন ৪,২৫,৯৪,৮০১। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৪,৯৯৬।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০,১৯,০২৬। মৃত্যু হয়েছে ২১,২০৩। সুস্থ হয়েছেন ১৯,৯৭,৪৩৯। অ্যাকটিভ কেসের সংখ্যা ৩৮৪।