নয়াদিল্লি: শুক্রবারের তুলনায় দেশে সামান্য বাড়ল দৈনিক করোনা (corona)সংক্রমণ। বেড়েছে মৃত্যুও। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭,০৯২ জন। মৃত্যু হয়েছে ২৯ জনের। সুস্থ হয়েছেন ১৪,৬৮৪। করোনা অ্যাকটিভ কেস দাঁড়িয়েছে ২,৩৭৯।
#COVID19 | India reports 17,092 fresh cases, 14,684 recoveries and 29 deaths, in the last 24 hours.
Active cases 1,09,568
Daily positivity rate 4.14% pic.twitter.com/aZA8O5XmSq— ANI (@ANI) July 2, 2022
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪,৩৪,৮৬,৩২৬। মৃত্যু হয়েছে ৫,২৫,১৬৮ জনের। সুস্থ হয়েছেন ৪,২৮,৫১,৫৯০। করোনা অ্যাকটিভ কেস দাঁড়িয়েছে ১,০৯,৫৬৮।
পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০,৩১,১৬৪। মৃত্যু হয়েছে ২১,২১৯ জনের। সুস্থ হয়েছেন ২০,০১,৬৬৮। করোনা অ্যাকটিভ কেস দাঁড়িয়েছে ৮,২৭৭।
আরও পড়ুন : অসম বন্যা পরিস্থিতি, ছয় শিশু সহ মৃত আরও ১৪