উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবারের তুলনায় সোমবার সামান্য বেড়েছে দেশের করোনা সংক্রমণ। তবে কমেছে দৈনিক মৃত্যু। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬,১৩৫ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। সুস্থ হয়েছেন ১৩,৯৫৮ জন। করোনা (corona) অ্যাকটিভ কেস দাঁড়িয়েছে ২,১৫৩। দেশে মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ১,১৩,৮৬৪। দৈনিক পজিটিভিটি রেট ৪.৮৫ শতাংশ।
#COVID19 | India reports 16,135 fresh cases, 13,958 recoveries and 24 deaths, in the last 24 hours.
Active cases 1,13,864
Daily positivity rate 4.85% pic.twitter.com/TgcnBrAd7Z— ANI (@ANI) July 4, 2022
আরও পড়ুন : অসাধারণ ক্ষিপ্রতায় টিকিট কেটে দিচ্ছেন রেল কর্মচারী, ভাইরাল ভিডিও