উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona) আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৯ জন। একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৩১ জন। অ্যাকটিভ কেস ১ লক্ষ ২৫ হাজার ০৭৬। দৈনিক সংক্রমণের হার ৪.৫৮ শতাংশ।
#COVID19 | India reports 16,299 fresh cases and 19,431 recoveries in the last 24 hours.
Active cases 1,25,076
Daily positivity rate 4.58% pic.twitter.com/6HFuOe4KSW— ANI (@ANI) August 11, 2022
আরও পড়ুন : ফের করোনায় আক্রান্ত প্রিয়াংকা গান্ধি