উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবছরই করোনার ভ্যাকসিন বাজারে চলে আসবে, এমনটাই দাবি করেছে আমেরিকা তথা বিশ্বের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি বছরেই কোভিড ভ্যাকসিন সরবরাহ করা সম্ভব হবে।
সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যালবার্ট বুরলা মঙ্গলবার জানান, ক্লিনিকাল ট্রায়াল সফল হতে থাকলে এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে এবছরই আমেরিকায় প্রায় ৪ কোটি করোনার ভ্যাকসিন সরবরাহ করতে পারবে ফাইজার।
- Advertisement -
সেইসঙ্গে মহামারীর প্রকোপে ফাইজারের লাভ ৭১% কমেছে বলে স্বীকার করেছেন ফাইজারের চিফ এক্সিকিউটিভ অফিসার বুরলা। তাঁর হিসেব অনুযায়ী, করোনার জন্য ফাইজারের প্রায় ২২০০ কোটি ডলার মুনাফা কমেছে।