নয়াদিল্লি: এবার জরুরিকালীন ব্যবহারে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি করোনার ভ্যাকসিন কোভোভ্যাক্স’কে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)(WHO)। টুইট করে একথা জানালেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা।
আমেরিকায় তৈরি করোনার টিকা নোভাভ্যাক্সকে ‘কোভোভ্যাক্স’ নামে ভারতে উৎপাদনের দায়িত্ব পেয়েছিল পুনের সেরাম ইনস্টিটিউট। এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের নথি খতিয়ে দেখার পর কোভোভ্যাক্সকে জরুরিকালীন ব্যবহারে ছাড়পত্র দিয়েছে হু। সেরাম কর্তা আদর পুনাওয়ালা উচ্ছ্বসিত হয়ে টুইটে লেখেন, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আরও এক সাফল্য মিলল। এবার জরুরিকালীন ব্যবহারের জন্য হু’র ছাড়পত্র পেল কোভোভ্যাক্স। এর নিরাপদ এবং কার্যকারিতা দেখে এটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সকলকে ধন্যবাদ জানান তিনি। হু’র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সবরকম পরীক্ষার পর বিশেষজ্ঞরা নিশ্চিত এই ভ্যাকসিনটি যথেষ্ট কার্যকর এবং নিরাপদ। তাই জরুরিকালীন ব্যবহারে টিকাটিকে ছাড়পত্র দেওয়া হল।
আরও পড়ুন : হু বুস্টার ডোজের বিরুদ্ধে নয়, বৈষম্যের বিরুদ্ধে: ঘেব্রেইসাস
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial