ডিজিটাল ডেস্ক : সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে ভোটের দিন সকাল থেকেই রাজ্যজুড়ে অশান্তির খবর সামনে আসছে। অশান্তির তালিকায় উঠে এসেছে উত্তর ২৪ পরগনার কামারহাটি। ভোটের আগের দিন রাতে কামারহাটির ২৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অদ্রি রায়ের বাড়ির সামনে বোমাবাজি করা হয় বলে জানা যাচ্ছে। আর এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় পুরভোটের আগের রাতে ২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল এবং বামেদের মধ্যে রীতিমতো তরজা তুঙ্গে ওঠে। এক পক্ষ অন্য পক্ষের ওপর লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় বলে অভিযোগ উঠেছে। র্যাফ এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা যাচ্ছে। অন্যদিকে কামারহাটিতে আবার বহিরাগতদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে বিরোধীরা। সব মিলিয়ে কামারহাটির ভোট পরিস্থিতি এই মুহূর্তে প্রবল উত্তপ্ত।
আরও পড়ুন : তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ বিজেপির