চালসা: ‘গ্রাম জাগাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও’ কর্মসূচিকে সামনে রেখে নভেম্বর মাসব্যাপী প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বুথে ও পাড়ায় বিশেষ পদযাত্রার কর্মসূচি নিয়েছে সিপিআইএম। শনিবার মেটেলি ব্লকের(Metali Block) বিধাননগর গ্রাম পঞ্চায়েতের নেওড়া মাঝিয়ালি ও শালবাড়ি এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়। পদযাত্রায় কাজ, শিল্প, ফসলের ন্যায্য দাম, বাজার অনুযায়ী মজুরি ও দুর্নীতিমুক্ত বাংলার দাবি জানানো হয়। এছাড়াও বাংলাভাগের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএমের মেটেলি এরিয়া কমিটির সম্পাদক সফিরুদ্দিন আহমেদ, সারা ভারত কৃষক সভার মেটেলি থানা সম্পাদক মোস্তাফিজুর রহমান, ভগবান দাস ওরাওঁ সহ অন্যান্যরা। মেটেলি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে এই কর্মসূচি করা হবে বলে জানা যায়।