জিষ্ণু চক্রবর্তী, গয়েরকাটা: করোনা মোকাবিলায় রাজ্য সরকারের সদর্থক ভূমিকার অভাবের অভিযোগ তুলে সিপিএমের ধূপগুড়ি এরিয়া কমিটি রবিবার গয়েরকাটা বাজারে প্রতিবাদ কর্মসূচি পালন করে।
রাজ্য সরকার কর্তৃক করোনা সংক্রান্ত তথ্য গোপন করা হচ্ছে কেন এই প্রশ্ন তোলার পাশাপাশি র্যাশন দুর্নীতি, রাজ্যবাসীকে করোনা থেকে বাঁচাতে অধিক পরিমানে টেস্ট, কৃষকের স্বার্থে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করা, সমস্ত গরীব মানুষকে উপযুক্ত পরিমাণ সামগ্রী র্যাশন ব্যবস্থার মাধ্যমে প্রদানের দাবি ওঠে প্রতিবাদ কর্মসূচীতে। যদিও আগাম অনুমতি না নিয়ে প্রতিবাদ কর্মসূচি কেন করা হল, তা জানতে পরবর্তীতে দলের গয়েরকাটা শাখার কার্যালয়ে হানা দেয় বানারহাট থানার পুলিশ। সূত্রের খবর, ৫ জনকে গ্রেফতার করে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেয় পুলিশ।
সিপিএমের ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক মুকুলেশ রায় সরকার বলেন, রাজ্য সরকার করোনা মোকাবিলায় ব্যর্থ। রাজ্যের কোথায় কতজন করোনা আক্রান্ত রয়েছেন, তা নিয়ে সঠিক ভাবে তথ্য প্রকাশ করছে না সরকার। নাইসেডের প্রদান করা কিট পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও পরীক্ষা কেন করা হচ্ছে না, তার জবাব সরকারকে দিতে হবে। এদিন সামাজিক দূরত্ব মেনে ৫-৭ জন মিলে এই কর্মসূচীতে অংশ নিই। তাই পুলিশি অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন ছিল না। তা সত্ত্বেও পুলিশ এদিন অতি সক্রিয়তা দেখাল।
বানারহাট থানার পুলিশ সূত্রে খবর, পুলিশি অনুমতি না নিয়ে কর্মসূচি পালন করার জন্য কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়।