নকশালবাড়িঃ ফের জমি মাফিয়াদের বিরুদ্ধে গণ আন্দোলনের হুমকি দিল সিপিআই(এমএল) কানু সান্যাল সংগঠন। শুক্রবার নকশালবাড়িতে (Naxalbari) এক পথসভায় একপ্রকার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃত্ব। এই নকশালপন্থী সংগঠনের অভিযোগ আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে মাফিয়ারা। পাশাপাশি তাঁদের ব্লক প্রশাসনের তরফেও নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে অভিযোগ করেন তাঁরা।
এদিন জমি মাফিয়া ও প্রশাসনকে হুশিয়ারি দিয়ে সিপিআই(এমএল) কানু সান্যাল সংগঠনের পক্ষ থেকে শুক্রবার নকশালবাড়িতে মিছিল এবং পথসভার আয়োজন করা হয়। এদিন মিছিল করে সংগঠনের কর্মী সমর্থকরা গোটা নকশালবাড়ি বাজার পরিক্রমা করে এক প্রকার হুঁশিয়ারি দেন। একই সঙ্গে আদিবাসীদের জমি দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবিতে লিফলেট বিলি করা হয়। নকশালবাড়ি বাসস্ট্যান্ডে আয়োজিত এদিনের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁরা হুমকির সুরে বলেন, গোটা শিলিগুড়ি মহকুমা জুড়ে বেআইনিভাবে আদিবাসীদের জমি বেহাত হয়ে যাচ্ছে, সেই জমি জমি মাফিয়াদের হাত থেকে কেড়ে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব প্রশাসনের। শাসক দলের প্রত্যক্ষ-পরোক্ষ মদতেই জমির কারবার চালিয়ে যাচ্ছেন মাফিয়ারা। এর বিরউদ্ধে বৃহত্তত আন্দোলন হবে কোনও ভাবেই পুলিশ প্রশাসন দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা বরদাস্ত করা হবে না। আন্দোলন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। অন্যায়ভাবে আদিবাসীদের জমি বেহাতের অভিযোগ এলেই সংগ্রামী কিষাণ সভা গণআন্দোলনের মাধ্যমে সংগঠনের কর্মীরা এলাকায় গিয়ে জমি দখল করবে।
এদিন এই নকশালপন্থী সংগঠনের পক্ষে দিপু হালদার এদিন মঞ্চে উঠেই নকশালবাড়ির তৃণমূল নেতৃত্ব, পুলিশ এবং ভূমি দপ্তরকে এক হাত নেন। তিনি জানান, পুলিশ এবং ভূমি দপ্তরের আধিকারিকরা কিছু করার আগেই জমি মাফিয়াদের সঙ্গে পরামর্শ করেন। পুলিশ এবং ভূমি দপ্তর যদি সঠিকভাবে কাজ করত তাহলে আমাদের আন্দোলন করার প্রয়োজন হত না। জমি মাফিয়াদের অবাধ যাতায়াত নকশালবাড়ি থানা এবং ভূমি দপ্তরের অফিসে। সাধারণ মানুষের কাজ সেখানে হয় না। মুখ্যমন্ত্রী আদিবাসীদের জিমির সুরক্ষার কথা বললেও তৃণমূলের দাদা দিদিরা প্রশাসনের সঙ্গে যোগসাজস করে নদীর চর থেকে শুরু করে সরকারি জমি সব কিছুই বিক্রি করে কোটি কোটি টাকার মুনাফা তুলছে। আসল জমি মাফিয়াদের না ধরে চুনোপুঁটিদের ধরে মুখরক্ষা করছে পুলিশ। এসব মেনে নেব না। আন্দোলন আরও বড় হবে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : বালুরঘাটে মেডিকেল কলেজের দাবি তুললেন সুকান্ত মজুমদার