গঙ্গারামপুর: গঙ্গারামপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ৪৬ ও ৪৭ নম্বর বুথে ভোট রিগিংয়ের অভিযোগ তুলল বাম, বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার সকাল ৭টা থেকে গঙ্গারামপুর পুরসভার ১৮টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মাঝেই বেলা বাড়তে গঙ্গারামপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ৪৬ ও ৪৭ বুথে ভোট রিগিংয়ের অভিযোগ তোলে বাম, বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিকে ঘটনা চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশবাহিনী।
আরও পড়ুন : ভোট কিনছেন! বিজেপি প্রার্থীর বাড়ির সামনে ধর্না তৃণমূল প্রার্থীর