মালবাজার: হাউজিং ফর অল প্রকল্পে ঘর নির্মাণের সমস্যা নিরসন সহ পাঁচ দফা দাবিতে মাল শহরে আন্দোলনে শামিল হল সিপিএম। সিপিএমের পাঁচ নম্বর শাখা কমিটির তত্ত্বাবধানে শুক্রবার মাল পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারর্পাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়। স্টেশন রোডের দলীয় কার্যালয়ে সীতারাম ভবন থেকে মিছিল বের করে দলের নেতা-কর্মীরা পুরসভা কার্যালয়ে যান। পুরসভার গেটের সামনে স্লোগান দেওয়া হয়। শহরের ৭, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সমস্যার সমাধানের দাবি এদিন কর্মসূচি করা হয়। পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন স্বপন সাহা জানান, সব ক্ষেত্রেই যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিপিএমের নেতারা জানান, শহরের ৭, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জল, ঘর, ভূমি এবং রাস্তার সমস্যায় দীর্ঘদিন ধরে জর্জরিত। এর আগেও সমস্যা তুলে ধরা হয়েছিল। সমাধান না হওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তাঁরা। সিপিএমের অভিযোগ, এলাকার বহু জনগণ হাউসিং ফর অল প্রকল্পে ঘর নির্মাণের জন্য উপভোক্তা অংশ বাবদ অর্থ ব্যাংকে জমা করেছে। অথচ এখনও পর্যন্ত গৃহ নির্মাণ হয়নি। সিপিএমের শাখা কমিটির সম্পাদক দেবজিৎ গুহ চৌধুরী জানান, সম্প্রতি রেল কর্তৃপক্ষ এলাকার অনেক বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দিয়েছে। এতে নতুন করে আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুপ্রতীম সরকার জানান, এলাকার বহু মানুষ পুরসভার জল পাচ্ছে না। অনেক এলাকায় এখনও পাইপ লাইনের কাজ শেষ হয়নি। পাইপলাইনের কাজ নিয়ে বিস্তর সমস্যা রয়েছে। পথশ্রী প্রকল্পেও বেশকিছু রাস্তা অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে। শহরের সৌন্দর্যায়নের জন্য ঘড়ি মোড়ে ক্লক টাওয়ার, থানা মোড়, ক্যালটেক্স মোড়ে ফোয়ারা ইত্যাদি করা হয়েছে। বর্তমানে ফোয়ারা বেহাল দশায় রয়েছে। ক্লক টাওয়ারও মেরামতি হচ্ছে না। সৌন্দর্যায়নের ফলকগুলি সুসজ্জিত করা দরকার। এদিন পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন স্বপন সাহার হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়। স্বপনবাবু জানান, বাস্তুকারদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারাই দ্রুত হাউসিং ফর অল প্রকল্পে কাজ সংক্রান্ত বিষয়ে রিপোর্ট তৈরি করছেন। দ্রুত কাজ করার ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। করোনাকালে আর্থিক সমস্যার জন্য কিছুক্ষেত্রে ঘর তৈরিতে বিলম্ব হয়েছে। তা মিটিয়ে ফেলা হচ্ছে। নতুন করেও ঘর তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে। পাশাপাশি, জল প্রকল্পের জন্য টেন্ডার প্রক্রিয়া হয়ে গিয়েছে। জলের কোনও সমস্যা থাকবে না। পথশ্রী প্রকল্প এবং সৌন্দর্যায়নের কাজগুলি পূর্ণাঙ্গভাবে করা হচ্ছে। রেলের নোটিশ সংক্রান্ত বিষয়টি সংশ্লিষ্ট মহলের সামনে আনা হবে। এদিনের কর্মসূচিতে দেবজিৎ গুহ চৌধুরী, সুপ্রতীম সরকার ছাড়াও উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক পার্থ দাস, নেতা সমীর ঘোষ সহ আরও অনেকে।