কলকাতা: ফিরল ২০১৯ সালের সেই ভয়াবহ স্মৃতি। মেট্রোর কাজ চলাকালীন বউবাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা গেল। বুধবার রাতে বেশ অনেকগুলি বাড়িতে ফাটল লক্ষ্য করা গিয়েছে। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কে ঘর ছেড়েছেন কয়েকটি পরিবারের লোকজন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে মেট্রো আধিকারিক সহ স্থানীয় কাউন্সিলার।
প্রসঙ্গত, ২০১৯-এর অগাস্ট মাসে মেট্রোর কাজ চলাকালীন বহু বাড়িতে ফাটল দেখা যায়। প্রায় ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বউবাজারের দুর্গাপিতুরি লেনে সেই ঘটনাটি ঘটেছিল। ঘর ছাড়তে হয়েছিল বহু মানুষকে। এবারও সেই একই জায়গায় ফাটল দেখা দিয়েছে। বাড়ির পাশাপাশি রাস্তাতেও ফাটল লক্ষ করা গিয়েছে। ফলে আপাতত মেট্রোর কাজ বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ।