ডিজিটাল ডেস্ক : বাস্তুশাস্ত্রে এমন কিছু গাছের কথা উল্লেখ আছে যা আমাদের আর্থিক সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে। এক্ষেত্রে মানি প্লান্ট (Money Plant) গাছে অনেকেই রাখেন বাড়িতে কিন্তু এখন বলা হচ্ছে ক্রাসুলা প্লান্ট (Crassula Plant), মানি প্লান্টের থেকেও বেশি সমৃদ্ধশালী। এতে ইতিবাচক শক্তির পাশাপাশি টাকা, পরিবারের সুখ বজায় রাখার সাথে সাথে অফিস কাজের পদোন্নতিতেও খুবই কার্যকর। ইতিবাচক শক্তির জন্য বাড়ির প্রধান প্রবেশ পথের ডানদিকে এবং পদোন্নতির জন্য কর্মক্ষেত্রে দক্ষিণ পশ্চিমে রাখতে হয়। এতে ছোট সাদা ও গোলাপি না ফুল দেখা যায়। বলা হয়, ফেং সুই- তে এই গাছের বিশেষ গুরুত্ব আছে।
আরও পড়ুন : আন্তর্জাতিক যোগ দিবসে জেনে নিন যোগব্যায়ামের উপকারীতা……