তপনঃ রাতের অন্ধকারে একটি ওষুধের দোকানে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। শনিবার ঘটনাটি ঘটেছে তপন(Tapan) থানার রামপুর এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, তপন থানার রামপুরের বাসিন্দা আনন্দ কৃষ্ণ মন্ডল। রামপুর রেল স্টেশন রোড়ে তাঁর হোমিওপ্যাথির ওষুধের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি সেখানে হোমিওপ্যাথি দোকান করে আসছেন। শুক্রবার রাতে আনন্দ বাবু দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। শনিবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দোকানের দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। দোকানের ভেতরে সমস্ত জিনিস পত্র ভাঙা, লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। এতে তাঁর চক্ষু চরকগাছ।
ঘটনার কথা জানাজানি হতে এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রাতের অন্ধকারে ওষুধের দোকানে ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তপন থানার রামপুর ফাঁড়ির পুলিশ। রাতের অন্ধকারে কে বা কারা ওষুধের দোকানে ভাঙচুর চালাল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ বাঁদরামিতে বিঘ্নিত বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তা