উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভাইকে বাড়ি ফিরে আসার কাতর আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দিদি। দাদা মানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo)। ফুটবল দুনিয়া যাকে চেনে সিআর সেভেন নামে। মঙ্গলবারই রোনাল্ডোর দিদি কাতিয়া সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে ভাইয়ের প্রতি এই বার্তা দিয়েছেন।
গতকালই পোর্তুগালের সঙ্গে সুইজারল্যান্ডের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে রোনাল্ডোকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে দল নামান কোচ স্যান্টোস। আর রোনাল্ডোর পরিবর্ত হিসেবে মাঠে নেমে হ্যাট্রিক করেন গনজালো রামোস। জানা গিয়েছে, সম্প্রতি রোনাল্ডোর খারাপ ফর্মের জন্য পোর্তুগিজ ফ্যানরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। তারকার ওপর খুশি ছিলেন না কোচ স্যান্টোসও। এবার কোয়ার্টার ফাইনালে সুইজাল্যান্ডকে ৬-১ গোলে হারায় পোর্তুগাল। এরপর কার্যত রোনাল্ডোর না খেলার ওপর সিলমোহর বসে যায় বলে মনে করছে ফুটবল দুনিয়া। মনে করা হচ্ছে মরোক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেও মাঠের বাইরেই থাকতে হবে রোনাল্ডোকে। এমন সম্ভাবনার কথা আঁচ করেই রোনাল্ডোর দিদি কাতিয়া অ্যাভিয়েরো ভাইকে বাড়ি ফিরে আসার আর্জি জানিয়েছেন। পাশাপাশি নিজে ইনস্টাগ্রাম পোস্ট করে বিঁধেছেন পোর্তুগালের কোচ স্যান্টোসকেও। সামাজিক মাধ্যমে কাতিয়ার দীর্ঘ পোস্টে ধরা পড়েছে ক্ষোভ ও আবেগ। কাতিয়া জানিয়েছেন পোর্তুগাল জেতায় তিনি খুশি। তবে একইসঙ্গে বৃহৎ সংখ্যক পোর্তুগিজ ফ্যানেদের রোনাল্ডোর প্রতি ক্ষোভকেও তিনি সমর্থন করেননি। জানিয়ে দিয়েছেন, ‘ভাই তুই আমাদের পাশে তোর বাড়িতে ফিরে আয়। যেখানে সবাই তোকে বোঝে, সবাই তোকে জড়িয়ে ধরতে পারে।’ পাশাপাশি কাতিয়া জানিয়েছেন, ‘যে সিদ্ধান্তই তুই নিবি না কেন আমৃত্যু সেই সিদ্ধান্তের পাশে থাকব।’ স্যান্টোসকে বিঁধেও কাতিয়া জানিয়েছেন, ‘রোনাল্ডো অমর নয়, রোনাল্ডো চিরকাল খেলবে না, সে এখন গোলও করবে না, পোর্তুগালের এখন রোনাল্ডোকে আর প্রয়োজন নেই।’
আরও পড়ুনঃ রামোসের হ্যাটট্রিক, ৬-১ গোলে সুইসদের হারিয়ে দিয়ে শেষ আটে পর্তুগাল