ডিজিটাল ডেস্কঃ আলিয়া ভাটের(alia bhatt) সবচেয়ে বড় সমালোচক কে বলুন তো? জানলে অবাক হয়ে যাবেন। তাঁর নাম রণবীর কাপুর। কে বলে, তাঁরা শুধুই প্রেম করেন! তাঁরা সমালোচনাও করেন।
বিশ্বাস হল না তো! আলিয়া নিজেই বলছেন এই কথা। বলছেন, এমন কয়েকজন ঘনিষ্ঠ সুহৃদ আছেন তাঁর, যাদের ওপর পূর্ণ আস্থা রাখা যায়। তাঁরা সম্পর্ক রাখার জন্য মিথ্যে বলবেন না। বরং তাঁরা প্রকৃত সত্যটা তুলে ধরবেন সামনে। এর ফলে নিজেকে নিজে চিনে নেওয়া যায়। নিজের ভুলগুলো জেনে নেওয়া যায়।
এমন সুহৃদের মধ্যে একনম্বরে আছেন রণবীর। এছাড়াও করণ জোহার, অয়ন মুখার্জি, তাঁর বোন শিরিন আর সঞ্জয় লীলা বনশালিকেও এমন স্পষ্ট কথার মানুষ বলে স্বীকার করেছেন আলিয়া। তাঁদের কথা থেকে নিজের ভুলগুলো শুধরে নিতে পারেন তিনি।
আরও পড়ুনঃ রণবীর, আলিয়া গাঁটছড়া ১৪ এপ্রিল