মানিকগঞ্জ, ২০ মার্চ: চা বাগান থেকে কাঁচা পাতা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। শুক্রবার ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন চিলডাঙ্গা এলাকায়। আহত ব্যক্তির নাম সুশান্ত দাস। তাঁর বাড়ি সাতকুড়া এলাকায়। তিনি বর্তমানে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।স্থানীয় বাসিন্দারা জানান, চিলডাঙ্গা এলাকায় জলপাইগুড়ির রাজবাড়ী এলাকার বাসিন্দা বিমান দাস ওরফে পল্টুবাবুর ২৪ বিঘা আয়তনের একটি চা বাগান রয়েছে। সম্প্রতি সেই বাগানটি পাঠান পাড়ার বাসিন্দা হামিদার রহমান লিজে নেন। শুক্রবার সেই বাগান থেকে টি হারভেস্টার দিয়ে চা পাতা তোলার কাজ শুরু করেন। সেসময় পূর্বে ওই বাগানের দ্বায়িত্বে থাকা সুশান্ত দাস বাগানে উপস্থিত হয়ে পাতা তোলার কাজে বাধা দেন। তাতেই দুই তরফে বচসা বাঁধে। দুইজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সেসময় সুশান্তবাবুর হাত হারভেস্টারে চাকায় চলে যায়।তাতেই বাম হাতের দুইটি ও ডান হাতের একটি আঙুল কাঁটা পরে। অঝরে রক্ত পড়তে থাকে। তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করানো হয়। মানিকগঞ্জ ফাঁড়ির ওসি মেহেবুব হোসেন চৌধুরী জানান, টি হারভেস্টারটি উদ্ধার করা হয়। এখনও ঘটনার লিখিত অভিযোগ করা হয়নি।
বেআইনি নির্মাণ খতিয়ে দেখল জেলা প্রশাসন
আলিপুরদুয়ার: পূর্ত দপ্তরের রাস্তার জবরদখল খতিয়ে দেখল জেলা প্রশাসন। বুধবার পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ও আলিপুরদুয়ার (Alipurduar) থানার পুলিশ যৌথভাবে ওই...
Read more