কালিয়াচক: রমজান মাসের শেষ জুম্মার নমাজে উপচে পড়ল ভিড়। বিগত কয়েক বছর একত্রিত হয়ে ইদের খুশিতে শামিল হতে পারেননি ধর্মপ্রাণ মুসলমানরা। এমনকি তারাবির নমাজ পড়তে হয়েছিল বাড়িতে থেকে। এবার মোটামুটি সব ঠিকঠাক থাকলে ইদের নমাজ ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে লক্ষাধিক মানুষ নই মজা ইদগাহ ময়দানে ইদের নমাজ পাঠ করবেন।
এদিকে কালিয়াচকের সব ইদগাহ ময়দানে নমাজ আদায় করা হবে। শুক্রবার ইদগা কমিটির পক্ষ থেকে প্রতিটি মসজিদে ইদের নমাজ ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে। সকাল ৮টা ১৫ মিনিটে নয়মৌজা ইদগাহ ময়দানে নমাজ শুরু হবে।
নয়মৌজা এলাকার প্রচুর মানুষ বিভিন্ন কাজের সূত্রে ভিন রাজ্যে ও জেলার বাইরে গিয়ে থাকেন। ইদের নমাজ পাঠ উপলক্ষ্যে তারা প্রত্যেকেই ফিরে এসেছেন বাড়িতে। সম্প্রতি মুম্বই থেকে ফিরেছেন পেশায় রাজমিস্ত্রি সুজাপুরের বাসিন্দা আবু তাহির। তিনি বলেন, ‘ইদগাহ ময়দানে সমবেত হয়ে সকলে নমাজ আদায় করার মজাটাই আলাদা।‘ নয়মৌজা ইদগাহর ইমাম আসাদুল্লাহ শেখ বলেন, ‘এবার নয়মৌজা ময়দানে ইদের জামাত অনুষ্ঠিত হবে। সমস্ত বিষয়টি প্রশাসনকেও জানিয়ে দেয়া হয়েছে। লক্ষাধিক মানুষের জমায়েত হবে বলে মনে করা হচ্ছে।’
আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ধর্ষণের শিকার যুবতী! আটক অভিযুক্ত