উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুদ্ধের দামামা বেজে গিয়েছে রাশিয়া-ইউক্রেন সীমান্তে। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রভাব পড়ল আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে। সামরিক অভিযান ঘোষণা হতেই রেকর্ড হারে বাড়ল তেলের দাম। গত আট বছরের সমস্ত রেকর্ড ভেঙেছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০১.৯০ ডলার প্রতি ব্যারেলে। WTI অপরিশোধিত তেলের দামও বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৩২ ডলার।
আন্তর্জাতিক বাজারে এই দাম দেখে আশঙ্কায় দেশের বাণিজ্যিক মহল। ভারতের জ্বালানির উপরও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে(international market) দর বাড়লেও এদেশে গত ৩ মাস ধরে জ্বালানির দামে কোনও পরিবর্তন আসেনি। তবে ইউরোপের বাজারের এমন পরিস্থিতির প্রভাব সরাসরি ভারতের বাজারে নাও পড়তে পারে। কিন্তু তেল এবং গ্যাসের মূল্যবৃদ্ধির উপর প্রভাব পড়বেই। ইতিমধ্যেই রাশিয়ার সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়েছে ভারতের শেয়ার বাজারে(stock market)। সাত সকালে রেকর্ড পতন হয়েছে সেনসেক্স এবং নিফটিতে। আগামী দিনে ফের গ্যাস এবং তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ইউক্রেনের বিরুদ্ধে ‘মিলিটারি অপারেশন’ ঘোষণা করল রাশিয়া