নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের দামে। ক্রমশ বাড়ছে ক্রুড অয়েলের দাম। সোমবার সপ্তাহের প্রথমদিন ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১৩০ ডলার প্রতি ব্যারেল ছুঁয়ে ফেলল। এদিকে ক্রুড অয়েলের দাম বৃদ্ধিতে চিন্তা বেড়েছে অন্য দেশগুলির। বেশি দামে অপরিশোধিত তেল কিনতে হলে স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়বে দেশের পেট্রোল-ডিজেলের দামে। ফলে পেট্রোল-ডিজেলতো বটেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখনও পর্যন্ত পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত হয়েছে। জেনে নেওয়া যাক দেশের চার মেট্রো শহরের পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪.৬৭ টাকা। পাশাপাশি ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৭৯ টাকা। দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা। পাশাপাশি ডিজেলের দাম প্রতি লিটার ৮৬.৬৭ টাকা। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৯.৯৮ টাকা। পাশাপাশি ডিজেলের দাম প্রতি লিটার ৯৪.১৪ টাকা। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০১.৪০ টাকা। পাশাপাশি ডিজেলের দাম প্রতি লিটার ৯১.৪৩ টাকা।
আরও পড়ুন : আজ ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি