Online Desk: হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিপাকে সংস্থা। বেশ কয়েকদিন ধরেই অভিযোগ উঠছে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। এমনকি ইতিমধ্যেই অনেকে হোয়াটসঅ্যাপ ছেড়ে টেলিগ্রাম, সিগন্যালের মতো ম্যাসেজিং অ্যাপ ব্যবহারের কথাও ভাবছেন। এই পরিস্থিতিতে গ্রাহকদের আশ্বস্ত করে মার্ক জুকারবার্গের সংস্থা জানিয়েছে, নতুন প্রাইভেসি পলিসি কোনওভাবেই গ্রাহকদের ব্যক্তিগত মেসেজকে প্রভাবিত করবে না। ইউজার ও গ্রুপ ইনভাইট যাতে গুগল ইনডেক্স না হয়ে যায়, সেই বিষয়ে পদক্ষেপ করা হয়েছে।
Our privacy policy update does not affect the privacy of your messages with friends or family. Learn more about how we protect your privacy as well as what we do NOT share with Facebook here: https://t.co/VzAnxFR7NQ
— WhatsApp (@WhatsApp) January 12, 2021
হোয়াটসঅ্যাপে সম্প্রতি প্রাইভেসি পলিসি আপডেট এসেছে। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে, নতুন এই পলিসির মাধ্যমে হোয়াটসঅ্যাপ ফেসবুকের কাছে গ্রাহকদের সমস্ত তথ্য শেয়ার করছে। তবে হোয়াটসঅ্যাপের দাবি, গ্রাহকদের কনট্যাক্ট লিস্ট ফেসবুকের সঙ্গে শেয়ার করে না সংস্থা। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি প্রাইভেট। এছাড়াও গ্রাহকদের শেয়ার করা লোকেশন হোয়াটসঅ্যাপ চেক করে না এবং ফেসবুককে জানায় না।