মানিকগঞ্জ: বাংলাদেশ ও সীমান্তবাসীদের সঙ্গে সুসম্পর্ক রক্ষার লক্ষ্যে বিএসএফের তরফে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র্যালি পৌঁছোল বেরুবাড়িতে।
৬৬ দিনের এই সাইকেল র্যালি সোমবার বেরুবাড়ির সীমান্ত সংলগ্ন চাণক্য বিওপিতে পৌঁছোয়। এরপর সাইকেল র্যালিতে অংশ নেওয়া বিএসএফ এবং বিজিবির জওয়ানদের ২১ নম্বর ব্যাটালিয়নের আধিকারিক ও জওয়ানেরা সম্বর্ধনা জানান। পাশাপাশি সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন। উপস্থিত ছিলেন ২১ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডেন্ট চরণ সিং তোমর।
বিএসএফ সূত্রে খবর, গত ১০ জানুয়ারি উত্তর ২৪ পরগনা জেলার পানিতর সীমান্ত থেকে মৈত্রী র্যালির যাত্রা শুরু হয়। দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হয়ে সাইকেল র্যালিটি ৪০৯৭ কিলোমিটার পথ অতিক্রম করে আগামী ১৭ মার্চ বাংলাদেশের বঙ্গবন্ধু প্রয়াত শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিবসে মিজোরামের সিলকোর সীমান্তে পৌঁছোবে। মোট ১৭ জন বিএসএফ কর্মী এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছেন। বিএসএফ এবং বিজিবির জওয়ানরাও দুই দেশের র্যালিতে শামিল হন।