উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সামনেই কালীপুজো এবং দীপাবলি। এরইমধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। আগামী ২৪ ও ২৫ অক্টোবর প্রবল বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে ঘূর্ণিঝড়(Cyclone) ‘সিত্রাং’ মোকাবিলায় তৎপর প্রশাসন। সূত্রের খবর, শুক্রবার সিত্রাং নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করতে চলেছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন দুপুর বারোটা নাগাদ এই বৈঠকটি শুরু হয়েছে। সেখানে রাজ্যের ২০টি দপ্তরের সচিব এবং জেলা শাসকরা উপস্থিত থাকবেন।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। ২২ তারিখ তা সক্রিয় হবে এবং ২৩ তারিখ তা অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে। প্রথমে তা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলেও পরে তার অভিমুখ হবে উত্তর দিক। ২৪ তারিখ অর্থাৎ কালীপুজোর দিন তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৫ তারিখ নাগাদ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে তা আসবে। ইতিমধ্যেই নবান্নের তরফে সাইক্লোন মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হয়েছে। সমস্ত জেলায় কালীপুজোর জন্য যে প্যান্ডেলগুলি করা হচ্ছে তার ভিত যাতে মজবুত করা হয় সেই বিষয়টি নিশ্চিত করতে নির্দেশিকা দেওয়া হয়েছে জেলা প্রশসনকে।
আরও পড়ুনঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, ভাসতে পারে দক্ষিণবঙ্গ