বোলপুর: রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে আগুন। ভস্মীভূত হল তিনটি বাড়ি। বুধবার ঘটনাটি ঘটে বীরভূমের ইলামবাজার থানার ধরমপুর অঞ্চলের দেলোড়া গ্রামে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিন হেরেসতুল্লা ওরফে কালু শেখের বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। বাড়িতে প্রচুর পরিমাণ কেরোসিন ও ডিজেলের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষতিগ্রস্ত হয় পাশের দুটি বাড়িও। স্থানীয়দের তৎপরতায় এবং বোলপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।