কলকাতা: রাজারহাটে এক মাছ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজারহাট লাঙ্গোলপোতায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম চিরঞ্জিত তরফদার। মাছিভাঙ্গার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা এদিন ভোরে রাজারহাট চৌমাথা থেকে খরিবাড়ি যাওয়ার রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এদিন ভোর বেলায় মাছ কিনতে বাইকে করে যাচ্ছিলেন তিনি। সেই সময়ে কোনও গাড়ি ধাক্কা মেরে চলে গিয়েছে। যার ফলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নাকি অন্য কোনও কারণ আছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।