অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে বাংলায়। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্য নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫২ জন। এর আগে একদিনে এতজন সংক্রামিত হননি রাজ্যে।
এর ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়াল। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৫৫৯। বাংলায় কোভিড-১৯ এর কারণে মৃত্যু হয়েছে ৬৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৩১০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১১ জন। অর্থাৎ, রাজ্যে সক্রিয় করোনা রোগী ৫ হাজার ৭৬১ জন।
২৪ ঘণ্টায় কোন জেলায় কত আক্রান্ত, একনজরে দেখে নিন-
- কলকাতা- ২৩১
- উত্তর ২৪ পরগনা- ১৩৫
- দক্ষিণ ২৪ পরগনা- ৬২
- হাওড়া- ৩৮
- হুগলি- ৩৬
- মালদা- ৩৪
- দার্জিলিং- ৩০
- পূর্ব মেদিনীপুর- ১২
- দক্ষিণ দিনাজপুর- ১২
- নদিয়া- ৯
- বীরভূম- ৯
- উত্তর দিনাজপুর- ৯
- পশ্চিম মেদিনীপুর- ৮
- মুর্শিদাবাদ- ৮
- বাঁকুড়া- ৬
- জলপাইগুড়ি- ৫
- আলিপুরদুয়ার- ৩
- পূর্ব বর্ধমান- ২
- পশ্চিম বর্ধমান- ১
- পুরুলিয়া-২
স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে প্রতি মিলিয়ন জনসংখ্যায় ৫ হাজার ৪২৩ জনের করোনা পরীক্ষা হয়েছে। রাজ্যে সরকারি, বেসরকারি মিলিয়ে ৫১টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। চলতি সপ্তাহে নতুন করে ২টি ল্যাব তালিকায় যুক্ত হয়েছে। এখনও ১টি ল্যাব অনুমতি অপেক্ষায় রয়েছে।
গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৬১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা ৪ লক্ষ ৮৮ হাজার ৩৮। এর মধ্যে ৩.৮০ শতাংশ ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্য দপ্তরের এদিনের বুলেটিনে জানানো হয়েছে, সুস্থতার হার ৬৫.৩৫ শতাংশ।
রাজ্যে ৭৮টি হাসপাতালে করোনার চিকিৎসা চলছে। এর মধ্যে ২৫টি সরকারি ও ৫৩টি বেসরকারি হাসপাতাল।