ডিজিটাল ডেস্ক :
মেষ : চোখের সমস্যা কাটায় স্বস্তিলাভ। নতুন ব্যবসার পরিকল্পনা গ্রহণ।
বৃষ : বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। ব্যবসার কারণে দূরবর্তী স্থানে যেতে হতে পারে।
মিথুন : অযথা অন্যের সঙ্গে বিবাদে গিয়ে মানসিক অশান্তি। মাথার যন্ত্রণায় ভোগান্তি।
কর্কট : ব্যবসার কারণে ঋণ নিতে হতে পারে। মায়ের পরামর্শে দাম্পত্যের সমস্যা কাটবে।
সিংহ : অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে। সন্তানের পরীক্ষার সাফল্যে গর্ব।
কন্যা : নতুন কোনও ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ। অধ্যাপক ও গবেষকরা সফল হবেন।
তুলা : অহেতুক কাউকে প্রশ্ন করতে গিয়ে অপমানিত হতে পারেন। পূজার্চনায় ব্যয়।
বৃশ্চিক : নতুন কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। মেয়ের চাকুরিপ্রাপ্তিতে আনন্দ।
ধনু : সামান্য কারণে উত্তেজিত হয়ে কোনও সম্পর্ক নষ্ট। নতুন বাড়ি কেনার সুযোগ।
মকর : আজ নিজের উদ্যোগ সফল হবে। অন্যের ওপর নির্ভর না করাই ভালো।
কুম্ভ : দিনের মধ্যভাগে ব্যবসায় সামান্য মন্দা নামতে পারে। দাম্পত্যে হঠাৎ সমস্যা।
মীন : হারানো দ্রব্য ফেরত পেয়ে নিশ্চিন্ত হতে পারেন। বন্ধুর সঙ্গে সময় কাটিয়ে আনন্দ।