ডালখোলা: যানজট যন্ত্রণা থেকে আংশিক মুক্ত হতে চলেছে ডালখোলা। ঘণ্টার পর ঘণ্টা আর দাঁড়িয়ে থাকতে হবে না ছোট গাড়ি সহ যাত্রীবাহী বাস, অ্যাম্বুল্যান্সকে। চলতি মাসের ২১ তারিখে খুলে দেওয়া হবে বাইপাসের এক পাশের রাস্তা। তবে এই রাস্তায় আপাতত চলাচল করতে পারবে না মালবাহী ট্রাক।
রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য ডালখোলা বাইপাসের মহম্মদপুরের সার্ভিস রুট হয়ে বুড়ি মহানন্দা নদীর তীরের কালীমন্দিরের বাম পাশ ধরে জাতীয় সড়কে উঠতে হবে। অপরদিকে, শিলিগুড়ি থেকে রায়গঞ্জ যাওয়ার সময় বুড়ি মহানন্দা ব্রিজ পার করে ডানদিক হয়ে বাইপাস দিয়ে সোজা মহম্মদপুর হয়ে রায়গঞ্জ যাওয়া যাবে।
৩৪ নম্বর জাতীয় সড়কের প্রজেক্ট ইঞ্জিনিয়ার সাদাফ আলি জানান, ২১ মার্চ থেকে বাইপাসের একাংশ ছোট চারচাকার গাড়ি, যাত্রীবাহী বাস, অ্যাম্বুল্যান্সের জন্য খুলে দেওয়া হবে। এদিন ডালখোলা বাইপাসের কাজ তরান্বিত করতে বুড়ি মহানন্দা নদীর উপরে গাডার তোলার কাজ চলে। ইতিমধ্যেই একটি গাডার পিলারের উপরে তোলা হয়েছে।
আরও পড়ুন : মাঝরাস্তায় পুলিশ-আইনজীবী তুমুল বচসা, হতভম্ব পথচলতি মানুষ