নাগরাকাটা: বাঁধ ভেঙেছে আগেই। এবার সেই ভাঙা অংশ দিয়ে জল ঢুকে ডুবে গেল যাতায়াতের একমাত্র রাস্তা। ঘটনাটি ঘটেছে নাগরাকাটার (Nagarakata) আংরাভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেরকাটা গ্রামে। রবিবার রাতের ভারী বৃষ্টিতে গ্রাম লাগোয়া ডায়না নদী ফুলে উঠে এখন ভাঙা বাঁধের অংশে আরও একটি শাখা তৈরি করেছে। সেই জলই খেরকাটার জঙ্গলের মধ্য দিয়ে বয়ে এসেছে, ফলে রাস্তাটি ডুবে গিয়েছে। এর জেরে এক কোমর জল পেরিয়ে বাইরে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
নদী ও জঙ্গল ঘেরা গ্রামটির বাসিন্দা রশিদ আলম বলেন, ‘গত জুন মাসের বৃষ্টিতে অনেকটা পরিমাণ বাঁধ ভেঙে যায়। বৃষ্টি হলেই সেই অংশ দিয়ে জল ঢুকতে শুরু করে। সেই জলে রাস্তা ডুবে যাওয়ার ফলে যাতায়াতের ভোগান্তি পোহাতে হচ্ছে সকলকে।‘ সেচ দপ্তরের কর্তারা জানাচ্ছেন, খেরকাটার বাঁধ নির্মাণের বিষয়টি নিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: King Cobra Rescued In Maynaguri | লোকালয়ে উদ্ধার ১৫ ফুটের কিং কোবরা