ডিজিটাল ডেস্ক : আগামী ১৭ ই অক্টোবর পরবর্তী কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করা হবে। আর এই নিয়ে শুরু হয়ে গেছে রাজস্থানে ডামাডোল। অশোক গেহলটকে যাতে রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো না হয়, তার জন্য গেহলট অনুগামীরা ইতিমধ্যেই সুর চড়িয়েছে।
এই পরিস্থিতি সামলাতে এবার ময়দানে নামলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট স্বয়ং। মঙ্গলবার রাতে অশোক গেহলট তাঁর বাসভবনে মন্ত্রীসহ অন্তত ২৪ জন কংগ্রেস বিধায়কদের সঙ্গে দেখা করেন। এবং তাঁদের কাছে তিনি সোনিয়া গান্ধীর ওপর আস্থা রাখার আবেদন জানান।
অনুমান করা হচ্ছে, অশোক গেহলট যদি কংগ্রেসের পরবর্তী সভাপতি হন, তাহলে রাজস্থানের মুখ্যমন্ত্রীর ক্ষমতা হস্তান্তর করা হবে শচীন পাইলটকে। প্রসঙ্গত, এরকম সিদ্ধান্তের বিরুদ্ধে রাজস্থানের আরেক মন্ত্রী শান্তি ধারিওয়াল অনুগামীদের নিয়ে একটি বৈঠক করেন।
অন্যদিকে, গতকাল অশোক গেহলট বলেন, কংগ্রেসের বিধায়কদের এই আচরণ কর্মীদের ওপর ব্যাপক প্রভাব ফেলবে। জানা গিয়েছে, মঙ্গলবার শচীন পাইলট আলাদাভাবে দিল্লি গিয়েছেন কংগ্রেসের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করতে। পুরো বিষয়টি নিয়ে গেহলট এবং পাইলট দুজনেই মুখে কুলুপ এঁটেছেন।