ডিজিটাল ডেস্ক : সকাল বেলা বাজার করতে যাওয়া নিত্যনৈমিত্তিক কাজের মধ্যেই পড়ে। কিন্তু সেই কাজ করতে গিয়ে যে রীতিমতো রক্তাক্ত হতে হবে, তা কে জানতো! ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাস বাজারে। জানা গিয়েছে, পার্ক সার্কাস (Park Circus) বাজারের পাশে তিন তলা বাড়ির একটি কার্নিশের অংশ ভেঙে পড়ে আজ একটি দোকানের ওপর। আর সেই ভাঙা অংশের আঘাতে গুরুতর চোট পেয়েছেন বাজারে আসা এক ক্রেতা। ঘটনাটি ঘটেছে সোমবার পার্ক সার্কাস বাজারে, সকাল সোয়া আটটা নাগাদ। আহতকে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। অন্যদিকে এই ঘটনায় ভেঙে পড়া বাড়ি কেন মেরামত হয়নি এতদিন? তাই নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
অভিনব উদ্যোগ, এবার কলকাতা মেট্রো স্টেশনে পালিত হবে রাখি!
কলকাতা: অভিনব উদ্যোগ নিচ্ছে কলকাতা মেট্রো। এবার মেট্রো স্টেশনে পালিত হবে রাখিবন্ধন উৎসব। আগামী ১১ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার বিভিন্ন মেট্রো...
Read more