ডিজিটাল ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে গেল স্পাইসজেট। শনিবার মুম্বাই বিমানবন্দরে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় বিমানের উইন্ডস্ক্রীনে ফাটল ধরেছে। সাথে সাথেই বিমান ঘুরিয়ে মুম্বাই বিমানবন্দরে নিয়ে আসা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, মুম্বাই থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরগামী একটি স্পাইস জেট বিমানের উইন্ডস্ক্রীনে ফাটল ধরে। ঘটনাটি স্বীকার করে নিয়েছেন স্পাইসজেট সংস্থার মুখপাত্র। জানা গিয়েছে, মাঝ আকাশ থেকে এয়ার কন্ট্রোল ট্রাফিকের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাঁদের সহায়তাতেই সুরক্ষিতভাবে মুম্বাই বিমানবন্দরে স্পাইসজেটের বিমানটির অবতরণ হয়। তবে বলা হচ্ছে, যদি পাইলট সঠিক সময়ে ফাটলটি দেখতে না পেতেন, তাহলে বড় বিপর্যয় ঘটতে পারত। কার্যত বিমানের কাঁচ ভেদ করে যদি হাওয়া ভেতরে ঢুকত, তাহলে বিমানে ভারসাম্য নিয়ন্ত্রণ করা যেতনা। এবং যাত্রীসহ বিমানটি মাঝ আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ত। ভালোয় ভালোয় বিমানটি ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সবাই।
বিমানে ধোঁয়া! দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ
নয়াদিল্লি: জবলপুরগামী বিমানে ধোঁয়া! শনিবার সকালে বিমানে ধোঁয়া দেখতে পান কর্মীরা। দ্রুত বিমানটিকে দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) নিরাপদে অবতরণ করানো...
Read more