ডিজিটাল ডেস্ক : বিগত কয়েকদিন যাবত দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল তাপমাত্রা। যার ফলে গরমে অস্বস্তিতে নাজেহাল হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষ। আর এই অবস্থায় শনিবার বিকেল হতেই আকাশ জুড়ে কালো অন্ধকার করে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়ে গেল তুমুল ঝড় বৃষ্টি। কার্যত গত কয়েক দিনের ভ্যাপসা গরমে মুহূর্তের মধ্যেই স্বস্তি এনে দিল এই ঝড় বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছিল এদিন হাওয়া অফিস। বিকেল সাড়ে চারটে নাগাদ আকাশ কালো করে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। কালবৈশাখীর ধাক্কায় আপাতত কিছুটা হলেও আবহাওয়া ঠান্ডা হয়েছে। প্রাক বর্ষার এই বৃষ্টি ঘিরে আপাতত মিলল গরমের হাত থেকে মুক্তি।
উত্তরবঙ্গে চলছে বৃষ্টি, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: মরশুমের শুরু থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে এই বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। শনিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে...
Read more