দিনহাটা, ৭ জানুয়ারিঃ মাকে খুনের অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। মৃতার নাম রাজকুমারী বর্মন(৫৫)। মঙ্গলবার ঘটনাটি ঘটে দিনহাটা থানার পেটলায়। ঘটনার তদন্ত করছে দিনহাটা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার মেয়ে মানসিক ভারসাম্যহীন। গতকাল পাড়ার কয়েকজনকে কামড়ে দেন তিনি। ঘটনায় পাড়ার লোকজন তাঁকে বেঁধে বাড়িতে নিয়ে যান। এদিন সকালে তাঁর মা বাধন খুলে দিলে হাতের সামনে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাকে আঘাত করেন ওই মহিলা। গুরুতর আহত অবস্থায় রাজকুমারী দেবীকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিতসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত মহিলাকে আটক করেছে দিনহাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।