ডিজিটাল ডেস্ক : এরকমও যে হতে পারে, সেটা ভেবেই শিউরে উঠছে সবাই। শুধুমাত্র সামান্য বিষয়ে বকা দেওয়ার কারণে মাকে মাথা থেঁতলে খুন করল ১৪ বছরের নাবালিকা মেয়ে। সূত্রের খবর, নয়ডায় সেক্টর ৭৭ এর একটি আবাসনে ১৪ তলার ফ্ল্যাটে থাকতেন মা ও মেয়ে। রবিবার রাতে মেয়েকে বাসন মাজতে বলেছিলেন মা। কিন্তু মেয়ে কথা না শোনায় মা বকাবকি করেন। রাগে ফ্রাইং প্যান দিয়ে মায়ের মাথায় ক্রমাগত মেরে থেঁতলে দিল মেয়ে। পরে অবশ্য সে নিজেই প্রতিবেশীদের ফোন করে ডেকে বলে, তাঁর মা জখম অবস্থায় পড়ে রয়েছে ঘরে। অন্যদিকে পুলিশ তদন্ত করে জানতে পারে আসল ঘটনা। এবং মেয়েও সমস্ত কিছু স্বীকার করে। ইতিমধ্যে ১৪ বছরের ওই কিশোরীকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন : উত্তরপ্রদেশে চলছে চতুর্থ দফার ভোট