নয়াদিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শান্তি-বার্তার পরই সেদেশের বিদেশমন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। মে-র প্রথম সপ্তাহে গোয়াতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বিদেশমন্ত্রীদের বৈঠক রয়েছে। ৪ ও ৫ মে ওই বৈঠক হওয়ার কথা। পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে সেই বৈঠকে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিদেশমন্ত্রক সূত্রের খবর।
২৬/১১ মুম্বই, ২০১৯-এর পুলওয়ামা হামলা সহ সাম্প্রতিক অতীতে একাধিক জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ভারতের মাটি। প্রায় সমস্ত ক্ষেত্রেই গোয়েন্দা রিপোর্টে পাক-যোগ স্পষ্ট হয়েছে। এছাড়া কাশ্মীরে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনকে মদত দেওয়ার অভিযোগ রয়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর বিরুদ্ধে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর প্রতিবেশী দেশটির নেতারা ভারতের তীব্র সমালোচনা করেছিলেন। এসবের জেরে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ভারত বরাবরাই বার্তা দিয়েছে শান্তি-আলোচনা ও সন্ত্রাস পাশাপাশি চলতে পারে না।
এদিকে, পাকিস্তানে বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকট চলছে। বিভিন্ন জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। আটার জন্য শুরু হয়েছে হাহাকার। এমন পরিস্থিতিতে কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখে শোনা যায় শান্তির বার্তা। তিনি মন্তব্য করেন, তাঁর দেশ তিনটি যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে এবং ভারতের সঙ্গে শান্তিতে থাকতে চায়। তার পরপরই এসসিও-র বিদেশমন্ত্রীদের বৈঠকে পাক বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত। বিলাওয়াল ভুট্টো জারদারি যদি সেই বৈঠকে যোগ দেন তাহলে ১২ বছরের মধ্যে সেটাই হবে কোনও পাক বিদেশমন্ত্রীর প্রথম ভারত সফর। ২০১১ সালের জুলাইয়ে শেষবার ভারত সফরে এসেছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার।
অন্যদিকে, ভারত ও পাকিস্তান ছাড়াও এসসিওতে রয়েছে চিন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। মধ্য এশিয়ার দেশগুলির পাশাপাশি চিন ও রাশিয়ার বিদেশমন্ত্রীদের কাছেও আমন্ত্রণ পাঠানো হয়েছে। তবে শরিফের মুখে শান্তি-বার্তার পরপরই যেভাবে পাক বিদেশমন্ত্রীকে ভারতের তরফে আমন্ত্রণ জানানো হল, তা খুবই তাৎপর্যপূর্ণ বলে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি, মৃত তিন