উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুম্বই সন্ত্রাসবাদী হামলায় ‘মৃত’ জঙ্গীকে গ্রেপ্তারের চাঞ্চল্যকর দাবি পাকিস্তানের। ২৬/১১ হামলার পরিকল্পনাকারী মৃত সাজিদ মীরকে জীবিত বলে দাবি করছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, সাজিদ মীরকে গ্রেপ্তার করেছে পাক সেনা। এর পাশাপাশি পুলওয়ামা বিস্ফোরন কাণ্ডের মাস্টারমাইন্ড মাসুদ আজহার এখনও নিখোঁজ বলেও দাবি পাক সরকারের। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ধূসর তালিকা থেকে নিজেদের বাঁচাতেই পাকিস্তানের এই দাবি বলে মনে করছে কূটনৈতিকমহল।
২৬/১১ মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনাকারী সাজিদ মীরকে বহুবছর আগেই মৃত বলে ঘোষণা করেছিল ভারত। এই ঘটনার পর বহু বছর পেরিয়ে গেলেও এতদিন পর হঠাৎ করেই সাজিদকে জীবিত বলে ঘোষণা করেছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, মৃত জঙ্গীকে গ্রেপ্তার করেছে পাক সেনা। বর্তমানে সাজিদ মীর আইএসআই-এর সুরক্ষা বলয়ে আছে। মুম্বই হামলার পর মীরের প্লাস্টিক সার্জারী করা হয়েছে বলেও দাবি ইসলামাবাদের।
সাজিদের পাশাপাশি পুলওয়ামা বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারকে নিখোঁজ বলে দাবি করেছে ইসলামাবাদ। গোয়েন্দা সূত্রে খবর মাসুদ আজহার বহাল তবিয়তেই পাকিস্তানের পৃষ্টপোষকতায় বাহাওয়ালপুরে আত্মগোপন করে আছে।
তবে পাকিস্তানের এমন চাঞ্চল্যকর দাবির পেছনে রহস্যের গন্ধ পাচ্ছে কূটনৈতিক মহল। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ধূসর তালিকা থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। যদি ধূসর তালিকা থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে তবে তাহলে আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ২০২০ সালে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা দাবি করেছিল সাজিদ মীর ২৬/১১ হামলার সময় হোল্টজবার্গের এক দম্পতির মাথায় গুলি করার জন্য লস্কর জঙ্গীদের নির্দেশ দিয়েছিলেন। মীর রাওয়ালপিন্ডি বা লাহোরে আইএসআই-এর কড়া সুরক্ষায় রয়েছেন বলে জানা গেছে। সে তিনটি মহাদেশ জুড়েই জঙ্গী গোষ্ঠি লস্কর-ই-তৈবার পরিধি বিস্তারের পরিকল্পনা করার পাশাপাশি অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া এবং ফ্রান্সে সন্ত্রাসবাদী হামলার ছক কষেছিল বলে জানা গেছে।