রাজগঞ্জ: তিস্তা ক্যানেল থেকে মহিলা ও শিশুর জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার বিকেলে রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের গেটবাজারে ক্যানেল ব্রিজে জোড়া দেহ ভেসে ওঠে। মিলনপল্লী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। এরপর দেহদুটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার বয়স আনুমানিক ৩২ বছর ও শিশুটির বয়স আনুমানিক ১২ বছর। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গজলডোবা-আমবাড়ি তিস্তা মহানন্দা ক্যানেল রোড দিয়ে পর্যটক ছাড়াও প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। এদিন স্থানীয় বাসিন্দারা দেহ দুটি ক্যানেলের জলে ভাসতে দেখেন। পুলিশ জানিয়েছে, দেহ দেখে মনে হচ্ছে আজ বা কালের মধ্যে মৃত্যু হয়েছে। তবে খুন না আত্মহত্যা তা তদন্ত করছে পুলিশ।