শান্ত বর্মন, জটেশ্বর: চা বাগানের নালা থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। রবিবার বিকেলে আলিপুরদুয়ারের সরুগাও চা বাগানের নালা থেকে মৃতদেহটি উদ্ধার করে জটেশ্বর ফাঁড়ির পুলিশ।
মৃতের নাম রুবেল দাস (৩০)। বাড়ি ধনীরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের রাঙ্গাতি টারি এলাকায়। মৃতের পরিবার ও পুলিশ সূত্রে খবর, শনিবার থেকে নিখোঁজ ছিলেন রুবেল। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। এদিন চা বাগানের নালায় রুবেলের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। রুবেলকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন পরিবারের লোকেরা।
জটেশ্বর ফাঁড়ির পুলিশ আধিকারিক অরুপ বৈদ্য বলেন, ‘মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠানো হবে। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’