উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিজের বাড়ি থেকে উদ্ধার মালায়লাম লেখক তথা ঔপন্যাসিক সথীশ বাবুর মৃতদেহ। বৃহস্পতিবার সকাল থেকেই লেখককে ফোনে পাওয়া যাচ্ছিল না। এরপরই দুশ্চিন্তা শুরু হয় পরিবারের লোকেদের। সন্ধ্যা হতেই খবর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ বাড়ি গিয়ে দরজা ভেঙে লেখকের দেহ উদ্ধার করে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেখকের মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই।
ছোট গল্প এবং উপন্যাস লিখতেন সথীশ বাবু। পাশাপাশি মালায়লাম টেলিভিশনেও কাজ শুরু করেন তিনি। বহু মালায়লাম ধারাবাহিকের স্ক্রিপ্ট লিখেছেন তিনি। এছাড়া কেরালার চলচ্চিত্র অ্যাকাডেমির একজন সদস্যও ছিলেন। ঔপন্যাশিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান।