কলকাতা, ১৩ জুনঃ চন্দননগরের একটি আবাসন থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে চন্দননগরের বড়বাজারে। মৃতের নাম সুমন ঘোষ। ওই মহিলার সঙ্গে লিভ টুগেদার করতেন তিনি।
জানা গিয়েছে, কয়েকবছর আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়। তারপর থেকে এক মেয়েকে সঙ্গে নিয়ে চন্দননগরের একটি আবাসনে থাকতেন তিনি। এরই মাঝে ওই ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, গতরাতে মদ খেয়ে বাড়ি ঢোকে সুমন। ঘরের দরজা না খোলায় ওই মহিলা থানায় ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
- Advertisement -