ডিজিটাল ডেস্ক : যাচ্ছিল বর ঘোড়ায় চড়ে বিয়ে করতে। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে তো হলই না, বরং সোজা হাজতবাসে যেতে হল। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের (Uttarpradesh) যাদব সম্প্রদায়ের মধ্যে এখনো বিয়ে বা অন্যান্য উৎসব অনুষ্ঠানে শূন্যে বন্দুক চালানোর রেওয়াজ আছে। যদিও বর্তমানে তা আইনত দণ্ডনীয়। আর আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই রেওয়াজ পালন করতে গিয়ে অঘটন ঘটে গেল। নিয়মমাফিক শোভাযাত্রায় ফুলে সাজানো রথে বসে বন্দুক থেকে গুলি চালিয়ে দেন বর মণীশ মদহেশিয়া। আর সেই গুলি গিয়ে লাগে এই বিয়েতে নিমন্ত্রিত মণীশের বন্ধু বাবুলাল যাদবের গায়ে। হসপিটালে নিয়ে গেলেও বাবুলালকে আর বাঁচানো যায়নি। আর তারপরেই বাবুলালের পরিবারের লোকজন মণীশের নামে থানায় এফআইআর করেন। অন্যদিকে পুলিশের তরফ থেকে বলা হয়েছে, বিবাহ অনুষ্ঠানে এভাবে বন্দুক চালানোর রেওয়াজ থাকলেও তা আটকাতে তৎপর পুলিশ। আইন করে এই নিয়ম নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে মণীশকে। তাঁর বন্দুকটিও বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
‘কেঁচো খুঁড়তে গোখরো বেরিয়ে যাবে’, কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার
নিউজ ব্যুরো: রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকা বেহালা পশ্চিমে একটি কর্মসূচিতে অংশ নিয়ে রবিবার কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তীব্র...
Read more